Wednesday, 18 September 2013

আশ্বিনের কবিতা ৬



মন ত্র তন ত্র
-সব্যসাচী হাজরা

রমনা ও রুবীর উষ্ণতা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী বেশি
বাচ্চার নাম লুকিয়ে লুকিয়ে তং তড়াক তড়াং কি ট্রিং কি চমক কি লাফ কি লম্ফ কি ললনা?
কি বিসর্গে বাজে তোমার সর্বশূন্য শেষ স্তর , কাপের সাইজে , চায়ের আয়তনে
বিরক্তে চিত্ত হোক জন্মের প্রথম কান্না
   নাসিকা বর্ণে উন্মুখ প্রকৃ্তি দোষ , আমাদের যুদ্ধ নগরে সূর্য উঠুক
     আমাদের শান্তি নগরে ঘড়ি চলে না , শধু স্ট্রাইকার ওড়ে পরম সত্যের দিকে...


নিঃশ্বাস ও প্রশ্বাসের মাঝে ইড়া , পিঙ্গলা , সুষুম্না জাগ্রত নিয়ে ভাসে
শুধু হাসপাতাল নয় বাড়ির প্রসব যোগ করো
          বুদ্ধর আলোর বুদ্ধ জ্বেলে দাও ব্যায়াম ও শরীর চর্চার ওপারে
             বাবার ৬৪ পাপড়িতে মেলে মায়ের ৩২
                 জেগে থাকে  চাল , গম , চিনির দোকানে
                     তন ও ত্র-এর লুকোচুরি ঘুরে মন ও ত্র-য়ে ফেরাও বরফ ও বাষ্পের সংজ্ঞা
                          তোমরা সংনমনে চটি খুলে এসো...

No comments:

Post a Comment