Wednesday 18 September 2013

আশ্বিনের কবিতা ৭



ধূপঝোরা
-তপতী বাগচী

রাতের সমস্ত শব্দে
তুমি চলে আসো
চোখে চোখে তাকানো বাইসন
 নিসর্গ আরো গভীর
 ঘন
 নেশার ভিতর

নদীর শরীর   জানে
কেন রাত্রিজল
পেরিয়ে যাচ্ছ
ঘুম পায়ে
পেরিয়ে যাচ্ছ চাঁদ
ষোলোকলা চিরে
খুলে যাচ্ছে জলের পাপড়ি
গুঁড়ো গুঁড়ো আলোবীজ
পুড়েছে নিভেছে
গাছের পাতায় ডালে
পায়ের তলাতে
কতটা অপেক্ষা
জমে আছে
মৃত্যু হয়ে
মিশকালো  হয়ে...

No comments:

Post a Comment