প্রিয় জিম
করবেট......
নীলাদ্রি বাগচী
৭
ঘাস ডালপালা
শুকনো কাঠের ওপর চাপান পাথর ।
সাতসয়ালি সোনা
টিয়া ।
পৃষ্ঠা উল্টে
দেখছি ।
পাহাড়ে সংজ্ঞায়িত আকাশ ।
আসছে যেন
ইচ্ছা মতো
এই কারুবিহনের
হরিত পরিবেশ ।
ধুনি জ্বলেছিল
কবে?
এই ছাই প্রমাণ
করে কি আগুনে জড়ানো ছিল দাউদাউ?
হত্যাকারী
পরিচিত
এও কি যথেষ্ট
তৃপ্তি? অন্তত আগন্তুক ভয় সহজে ছোঁবে না
এই স্থির?
বহু বছরের
মধ্যে আজ রাতে
ঘুমুতে
থাকা
বিড়াল ছানার বিশ্বাস
৮
গল্প ভেঙে উড়ে
যাচ্ছে দিনমান । কাকারের ডাকে অন্যমনস্ক পার হচ্ছি । অবসর
জীবন । কোনওখানে ভুল রাখা আছে । কলমের । চিন্তার । যেন
হাসি রাখা আছে অন্ধকার । শব্দহীন ফারাক বোঝাতে শুধু পুরুষ্টু ।
যথেষ্ট কখন হয়? পরিত্রাণায় ভাবতে বসা সন্ধে রাতে ঝাঁকি রিক্সার আবডালে?
তীর্থশালার
সামনে
সাপ । সাপেদের
নড়াচড়া ।
ফণাহীন গোখরো
এই অনুরোধ । শীতল রক্তের প্রাণী এই বিষ এড়াতে পারে না
৯
পরিত্যক্তা
আস্তানায় শুরু হল ভোরের উড়ান
রাখালটি উবু
হয়ে লক্ষ করছে পুলের বাঁ পাশে
যারা রয়ে গেছে
অরক্ষিত যাদের মৃতই বলবে ভবিষ্যৎ
শহীদ না
সাক্ষর বাতাস
এই আঁকিবুঁকি
পরিমাপে
অনুষঙ্গ ভাগ
করলে দিন কত ছোট গতানুগত
হাতুড়ি এখানে
নয়
এই টুকু এখন
নিশ্চিত
মুখোমুখি
সদ্যদিন হাল্কা ছাপ
ফিমার বোনের
কাছে বিঁধে আছে ছররা বুলেট
No comments:
Post a Comment