Thursday 19 September 2013

আশ্বিনের কবিতা ১৪



আত্মসমাহিত আদাড়-পাঁদাড়
                    -ঋপণ আর্য

এক। 
জটিল তবু অপছন্দের নয়। মুক্তির একদা। একথোকে চবকায়। 
কীসের যে ভয় অনেকেই বুঝতে পারি না! বুঝতে পারি, থাকাটুকুও
 চিন্তিত না-থাকায়। মায়াটানে প্রকম্পন। ভ্রান্তির বশে ব্যয় হচ্ছি এখনও একে একে! ভ্রান্তির ব্যয় বশে এল
 না তবু! বিক্রেতার বিক্রিতে ধাতুগত ধাঁধাঁ। ক্রেতা আমরা ঝুঁকে, ধলতাকে সেইথেকে মীমাংসা 
ভেবে চলেছি...

দুই। 
খাট দেখে তুমিও চমকালে। পায়ের পাতা ছাড়াতে না ছাড়াতে খাটের পাতা! মেঝেতে বসলেই টেবিল হয়ে
 যাচ্ছে! এই যেমন তুমি এখন টেবিলে শুয়ে আছ। তোমাকে পড়তে পারছি না। মশার উপার্জন। কায়দাদুরস্ত। 
মশারি টাঙালেই টেবিলটা ফের খাট হয়ে যাবে।


No comments:

Post a Comment