Sunday 1 September 2013

নভস্য শেষের কবিতা ৭



ফেনা
-    জয়শীলা গুহ বাগচী

এই অন্তর্বাসে এই আলোমুখি প্রভাব
ধুয়ে যায় কামরাঙা বেলায়
  আরও
  উঁচুতে
গালিচার চুমু আসে থেমে
সেই স্থির
সূত্রের বিষন্ন ঘুম
সিঁড়ির বাস্তব খুলে
ফোঁটা ফোঁটা গোপন
নদীর আদর হয়
নদী থেমে গেলে
  বাড়িঘর
  ঘরবাড়ি
পাড়াতুতো কোল
ঢুকে পড়ে অন্তর্বাসে
এই ঘনঘটায়

1 comment: