-স্বাগতা দাশগুপ্ত
তোমার দিকে ছুঁড়ে দেওয়া ধাক্কা মেরে হুমড়ি খেয়ে পড়া সব কষ্ট, আগুন আগুন চোখ থেকে
ঝলসে পড়া কষ্ট, ইয়াব্বড় শরীর থেকে উপচে আসা কষ্ট, তোমার গায়ে লেপ্টে দেওয়া সকাল-বিকেল গরম-গরম কষ্টগুলো একমুহূর্তে আনন্দহোক। পালটে গিয়ে আনন্দ
হোক। দুমড়ে-মুচড়ে আনন্দ
হোক। আমার মাথায় ঝরে পড়া সব পাখনা, ওদের হাত-পা গজাক। গরমকালে তোমার বাড়ীর আশপাশে ঝাপটে
মরুক তোমার গাছের নিচে। আসতে-যেতে লেপ্টে যাওয়া পাপোস থেকে ওরা
রেণু মাখুক। ধুলোই খাক। তোমার চায়ের কাপের হাতল থেকে একটু একটু গন্ধ খুলুক। তোমার হাত বেয়ে বেয়ে নেমে আসা সব
পরশপাথর খানিক নাহয় আশ্রয় দিক। দুই বুকে দুই গন্ধমাদন আজকে নাহয় একাই তোলো। আসছে শীতে আমিও থাকব লেপের রোঁয়ার
হাওয়ায় হাওয়ায় আমিও পটাশ জন্ম নেব আগুন আগুন দুপুরবেলায় তোমার গায়ে জাপটে থাকা
কষ্টগুলো আমার ঘরে অন্ন ফোটাক লেখার খাতা ভরিয়ে দিক কাল সকালে ভরিয়ে দিক চোখের
পাতা ...
অনেকদিন পর স্বাগতার লেখা পড়লাম... কত চেঞ্জ হয়ে গ্যাছে লেখা... সেই ফ্লেমটা নেই... শান্ত, সমাহিত লেখা... ভালো বেশ...
ReplyDeleteশান্ত ঘোড়ার লেখা এ ...
ReplyDeleteকুঁড়ে ঘড়ের দেওয়ালে গা লাগিয়ে রাখা ঘোড়ার ...
:)
bhalo laglo
ReplyDeleteAlokparna