পরিস্থিতি
-পিয়াল রায়
ঢাকনা খুলে দিতেই একপাল হিম
জল নিতে এল পাড়ায় পাড়ায়
ওরা তো জানে না
এতদিনে কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে
ওদের কুকীর্তিগুলি
যতদিন শক্ত ছিল
রোদও ছিল ততদিন নরম
গলে যেতেই মাছেদের সাম্রাজ্য
ভেঙে পড়ল অববাহিকার উপর
ছিটকে গেল ভীরু কাপুরুষ অঙ্গহেলন
আমি বরাবরই তার পায়ের কাছে নত
আজ বা কাল যেভাবেই হোক
আমি জানতাম ফিরে আসাটাই
সবচেয়ে সহজ
সবচেয়ে সহজ নিজের ভিতর অক্লেশে দিনাতিপাত
(ছবিঃ ভেরোনিকা মিনোজি)
No comments:
Post a Comment