Wednesday, 10 October 2018

কাশফুলের মাসের কবিতা ১

Related image

নিরালায়
               -অভিশ্রুতি রায়

কতটা চলার পর
তুমি আসো?
আরও কতটায়
 তুমি আঁধার হয়ে যাও?
এই বাঁশিতে ফুঁ এর জোর ফুরিয়ে এলে
আমি বাঁশ হয়ে পরে থাকি
একহাত মাপা
শীর্ণ...
যে বিন্দু আমার আঙুল ধারণ করেছে
তাতেই জোর খাটিয়েছি চিরকাল
এই ঠোঁটে নরম তোমার হেঁটে চলার শব্দগুলো
এখন নিঃশব্দে আমার স্বরলিপি হয়ে আছে

( ছবিঃ অ্যালেক্স চার্নি) 

No comments:

Post a Comment