আর্তি
-বিপ্লব গঙ্গোপাধ্যায়
যে ভেজার কোন উপমা নেই
উপশম গন্ধ নিয়ে গড়িয়ে যাচ্ছে একটি বিকেল
তার গায়ে সুর্যাস্ত লটিকে দেওয়ার আগে একবার স্থির হয়ে বসি
ছবিও সাঁতরে যাচ্ছে দূরত্বের খেলাঘর
একটু চীৎকার নিয়ে প্রাণপণ শব্দভেদী আশ্রয়ের আশ্চর্য আকাশ
ফালাফালা করে এই আত্মঘাতী দিন
কীরকম ভাবে এই ধ্বনিগুচ্ছ আমাকেই অতিক্রম করে ।
(ছবিঃ ইউরোপীয় দক্ষিণী পর্যবেক্ষণাগার)
No comments:
Post a Comment