এক টুকরো পৃথিবী
-প্রদীপ চক্রবর্তী
এক /
সাপের ফণার মুখে চ্যুত শব্দ |
উদভ্রান্ত পিঞ্জর ,
প্রসারণশীল সফেন তৃষ্ণায়
নুড়ির মতন বেজে উঠলো পাখিটার মাতৃভাষা
রসময় সূক্ষ্ম দেশে
পুলক পাখি গাইছে মৃত্যুপূর্ব , গৌড়সারং
নিজেরই ছায়ার সঙ্গে একাকারে বোনা পাখিটাকে আত্মস্থ করতে নেমেছে
অনাদি এক অনাপ্ত যৌতুক ...
মনের প্রত্যন্ত ভোরে
অবিন্যস্ত মহাসমুদ্র বিশেষ্যমাত্র
বিষ
মৃদঙ্গ ধ্বনি ,
এক টুকরো ঢিল
এক টুকরো পৃথিবী ...
দুই /
একটা ওল্টানো পাখির ওপর ঝরে
কোন জলপিপি
কোন স্ফটিক নির্মিত গন্ধ
ললিতা থেকে শরীর পর্যন্ত
এই প্রীতিগুলি ,
এই সাঁকোটুকুর এরকম গাঁও
পিলুর যত শীত
খামার
জঙ্গল
জল
ভয় ভয় কুসুমের বাড়ি
সেই উপেক্ষা ...
উঠেআসা নিঃশব্দ ভুরুর ওপর
অফুরো খড়কুটো দিয়ে বাসা বাঁধা
শরীরী শ্রাবণের বোঝাপড়া পার ...
মিথোজীবী একবার খুলে যাচ্ছে ,
শব্দ না করে
একবারই রক্তে শুধু মাংসমিশ্রন ,
মুখের পাতায়
শিশিরের নিচে
স্খলিত পাখির জলঘন্টা
রাখতে চেয়েছো গতকাল ...
(ছবিঃ ডেভিড কিং হ্যাম)
No comments:
Post a Comment