Wednesday 10 October 2018

কাশফুলের মাসের কবিতা ২

Related image

স্বভাবচরিত্র
             - নীলাব্জ চক্রবর্তী



সে এক গানরঙ
জানলা বলতে বলতে ফেলে যাওয়া আঙুলের দিন
মাংসের সহজ ভেতরে চলে যাচ্ছে
আমাদের ভাঁজ করা বিকেল
মোনোলগ
মানে
নিয়ন্ত্রিত সব কাঁচ
আর বাতাসে ফুলে ওঠা স্নায়ু ও যোজনা
জলের মতো মানুষ দেখতে দেখতে
দরজা একটা দৃশ্য খুলে যাওয়া
সিনট্যাক্স খুলে যাওয়া
ছবিতে ছবি মিলছে না এখন আর
তবু
টার্নিং রেডিয়াস বরাবর
এঁকে বেঁকে
যেভাবে চরিত্ররা
স্বভাব থেকে দূরে চলে গেল...

(ছবিঃ গ্যারী হার্ট)

No comments:

Post a Comment