Wednesday 10 October 2018

কাশফুলের মাসের কবিতা ১২


Astronomy Photography of the Year shortlist Florida photo

হেমন্ত কুলীন ঋতু
                          -জয়ীতা ব্যানার্জী গোস্বামী

হেমন্ত কুলীন ঋতু,কুয়াশাকে বলতে শুনেছি
ছাতিমের ঘোর আর গুটিকয় ভাসানের আলো
জানালায় এর বেশি কোলাহল রাখেনি কখনও
গোপনে ভেঙেছে শুধু শীতকাল গড়ে দেবে বলে

ধূসর উঠোনে তার কেটে যায় অসুখের দিন
"এই বেলা ভালো আছি ,সেরে উঠবোই দেখে নিও"-
চিঠি লিখবার ছলে নিজেকে নিজেই ছোঁড়ে ভ্রমে
ও কি সেরে ওঠে? কই প্রতিবার অজুহাত খাটে  !
     
নির্বিকার তবু তাকে ঘিরে বাঁচে সবুজের নামে
একেকটি ভোর আর প্রেমিকার ফেলে যাওয়া ফুল
কখনও ফিরতি পথে যদি খোঁজ নিতে আসে কেউ
উঠোনে দেখেই যেন ," ঘরে এসো",বলে দিতে পারে

হেমন্ত কুলীন বড় । অপেক্ষা সাজাতে ভালোবাসে
আতপের ঘ্রাণে লেখে নবান্ন ও ফসলের মাস

(ছবিঃ তিয়ান্যুয়ান জিয়াও)

No comments:

Post a Comment