Wednesday, 10 October 2018

কাশফুলের মাসের কবিতা ৫

Image result for milky way galaxy by amateur photographer


সিক্ত 
      -নিবেদিতা মজুমদার

বৃষ্টি হবে হবে করে না হলে
বুকের ভিতর এক পদ্ম জল জমে যায়।

ব্যাগের ভিতর দুমড়ে থাকা
রেনকোটের শব্দ হাওয়ায় ভাসতে ভাসতে
জুড়োতে থাকে লাস্ট বেঞ্চে,
খুলে ঘুমিয়ে পড়া ইংরেজি বইয়ের
একুশতম  ভিজে বর্ণের লাল হলুদে।

সবুজ হারানোর  অবগুণ্ঠন খুলে
খানিক বিদেশী ছন্দে মাটি স্পর্শ করার আঘাত
বুকের পদ্মে আবার জল ছিটিয়ে দেয়,
যেখানে হলুদ রঙ অযাচিত।

একেকদিন বৃষ্টি না এলে বীজতলার
খুব জলতেষ্টা পায়, তারপর  আগলে রাখা
একটি রঙিন ছাতার মত চোয়া-রং
চার প্রহরে বৃষ্টিপাত ডেকে আনে-

অথচ
তৃষ্ণার্ত পদ্মনাভ জল ছেড়ে ছেড়ে
শুকিয়ে চাতক।

(ছবিঃ ইয়ান নর্ম্যান)

No comments:

Post a Comment