কিছু জারজ উঠোন
-জ্যোতির্ময় মুখার্জি
আমাদের প্রত্যেকের নামের পাশে একটা অদৃশ্য পেন্ডুলাম ঝোলে, যদিও তাকে দৃশ্যে পরিণত করতে একটা আয়নাই যথেষ্ট
এইসব রোদের আস্তিন বা পুরনো আলোর ক্ষেত আয়নায় ভেঙে পড়লেই একটা সাদা এবং একটা কালো বা কিছু অবতল আপেল, মূল বিন্দু থেকে দূরে আরো অনেক দূরে স্টক্ গুনে গুনে মিলিয়ে নিচ্ছিল চাহিদার ওভারল্যাপিং
এতদূর অবধি খুলে গেলে হাত, ঠিকই আছে। তুমি এখন নিশ্চিন্ত মনে গুলিয়ে দিতে পারো লাল শাড়ির মেয়েটিকে। ফেলে দাও বা ভরে নাও কিছু জারজ উঠোন
(ছবিঃসি এন এন)
No comments:
Post a Comment