Sunday, 16 September 2018

নভস্যের কবিতা ৭


Related image


মীনস্বপ্ন
               -শিবু মণ্ডল

দুচোখের দৃষ্টিতে মীনছায়া। দূরদৃষ্টিতে লাগে ঢেউ
খোলাতে লেগে আছে আঁশ। আলো পেলে খুলে যাবে কেউ

এ জীবন মীনের,এ স্বপ্ন ভেসে থাকবার
শিকারির ফাঁদে পড়া যেন জল খুলে উঠে পড়া
যে পথে নদী চলেছে মোহনায়
সেপথে শুধু ছেড়ে আসা ডিমের কাতরতা

দুঠোঁট ফুলে ফুলে সমুদ্র যেখানে সেখানেই নদী ফুরিয়ে যায়

(ছবিঃ আইরিশ মীরর)

No comments:

Post a Comment