Sunday 16 September 2018

নভস্যের কবিতা ২

Image result for noctilucent cloud

অসবর্ণ 
             -অভ্রদীপ গোস্বামী


সুরতহাল শেষ করে ফিরিলাম উঠানের কোণে
জোড়াশালিখের ফেলে যাওয়া গুয়ের ওপর বসলাম
চোখের সুরমা আর হাতের উল্কি এখনো স্পষ্ট
যতোধিক স্পষ্ট আর সুগন্ধ ছড়ালো সম্পূর্ণ একবোতল আতর



নাভিদেশে সেলাইটা একটু বড়ো, শিরস্থান
অক্ষত থাকবে চিরদিন কী বলেছিলাম না
সগর্বে ঘোষণা করলেন গনক ঠাকুর
বহুক্ষণ চেয়ে আছি পেটের ফুটোর দিকে এফোঁড়ওফোঁড়



সমগ্র কবিতা শরীরে মৃত এই দেহটি ছড়ালাম
উলুধ্বনি দিতে নেই জেনেও সমস্ত শরীর কষে
বাজালাম উলু...
আর শেষবর্ণে ছন্দ ভেঙে যাবে বলেই
তোমাকে উৎসর্গ করলাম আবৃত দেহটি সৎকারের আগেই...

(ছবিঃ পিন্টারেস্ট)


No comments:

Post a Comment