পুষ্পবাক
-পিয়াস মজিদ
পৃথিবীর ইতিহাসের বাইরে
ফুটে আছে এই
তারাপ্রস্তরতা,
অমাবস্যাময় বেঁচে থাকার
সরণিতে এক ফোঁটা
চাঁদনিচত্বর।
সকল হাসপাতাল ফুরোলে
চন্দনচিকিৎসা হয়ে জেগে থাকো ;
চির এক সুরভিসত্য।
এমন হেমন্তগন্ধে অন্ধ আমি
ভবিষ্যৎ-বিস্মৃত হয়ে ভাবি
প্রেম মানে ‘তুমি’ নামের
ডাউন-মেমোরি লেন।
(ছবিঃ অ্যাসারজিব)
No comments:
Post a Comment