অসময়
-তন্ময় ধর
সময় হাসছে
আর
ঝিনুকের গল্পের ঠোঁট ফুলে আলো পড়ছে সমুদ্রে
এত ফেনা
প্রত্ন জাভা ম্যানের পায়ের হাড় থেকে রক্ত পড়ছে ইতিহাসে
তুমি একটু বেশী রাতে বাড়ি ফিরেছো
আগুনের অভিনয়ে
পুড়ে উঠছে আমাদের রান্নার জন্মান্তর
আমরা হাঁটছি
নক্ষত্রের ঘুমের ভিতর দিয়ে
আকাশপ্রদীপের ঠোঁট থেকে রক্ত পড়ছে
আমাদের খেলাধুলোয়
ঝিনুক-খাওয়া দীর্ঘ পাখির ডানার ওপর দিয়ে
সময় সামান্য হাসছে
(ছবিঃ উইকি)
No comments:
Post a Comment