Sunday, 16 September 2018

নভস্যের কবিতা ১০

Related image


সাবলীল উপেক্ষারা
                               -সম্পিতা সাহা

কপোতপালী থেকে রোদ নেমে আসছে সিঁড়ি বরাবর।
ঝাঁপি উঠিয়ে রাস্তা নেমেছে পুতুলওয়ালা
এসময় আনাচে কানাচে আহ্লাদ পুষে রাখে পাখিরা
আর আমরাও অসুখ লুকিয়ে যাই গাছে কাছে,
অবিমিশ্র নিঃশ্বাসে রেখে আসি অধম বিষাদ।
অথচ জানি, চোখের কাছাকাছি থাকলে
সান্ত্বনাতেই কেটে যাবে কান্না।

আত্মগোপনের পর প্রতিবারই হেরে যাই
অসম্ভব কিছু উচ্চারণ।
ভুলে যাই,
যাকে ঘুমের ভিতর চেনা
সে জেগে থাকারও দখল চেয়েছে অলিখিত যোগ্যতায়...

(ছবিঃ শাটারস্টক)


No comments:

Post a Comment