Sunday, 16 September 2018

নভস্যের অনুবাদ কবিতাঃ ক্রোয়েশিয়া থেকে ইভানা বোদ্রোজিচ



ইভানা বোদ্রোজিচের জন্ম ক্রোয়েশিয়ার বোকুবার শহরে, ১৯৮২ সালে। ক্রোয়েশিয়ার যুদ্ধের সময় কুখ্যাত বোকুবার গণহত্যায় ইভানার পিতার মৃত্যু হয়। মা এবং ভাইয়ের সঙ্গে পালিয়ে বেঁচে ইভানা আশ্রয় নেন শরণার্থী শিবিরে। সেই দগদগে স্মৃতির অন্ধকার ইভানার কলমকে আলোকিত করে জন্ম দিয়ে চলেছে কবিতা, গল্প, উপন্যাসের। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে ইভানার গল্প, কবিতা, উপন্যাস।



মনে করিয়ে দিও আমায়



যা আমি করতে পারি

তা হল রাতের বাতাস সম্পর্কে লেখা



যখন আমি জ্যাকেট খুলে ফেলি হলঘরে

আমার কাঁধ থেকে, পকেট থেকে

তা গড়িয়ে পড়ে

ক্রিসমাস-ইভের সুগন্ধের মতো

আমার চুলে-মুখে-দৃষ্টিতে আটকে যায়



এবং আমি চাপা পড়ি তোমার ছায়ায়

তোমার গালে আমার গাল

যাতে তুমি শীতের তীব্রতা টের পাও

যাতে তুমি হেসে ওঠো এবং নীচু হও

যেন কিছুই পছন্দ নয়



যা আমি করতে পারি

তা হল একটি স্নো-বল সম্পর্কে লিখে ফেলা



কিম্বা তা শুরু হওয়ার আগেই

ভোরের আলো ফোটার সময়

যখন এটি পূর্ণ হয়ে ওঠে এবং আমি চিন্তা করি

কিভাবে তোমার কাছে এনে দেব

একটুও না ভেঙে

তোমাকে এর কাছে, অথবা একে তোমার কাছে





এরপর আমার যা করণীয়, তা হল

গ্রীষ্মের দানিয়ুব নদী নিয়ে লিখে ফেলা

এবং সেই সময়, যখন আমি ভেবেছিলাম, সবকিছু সম্ভব



কারণ আমি তখন সপ্তমবর্ষীয়া

এবং আমার নীল দুগ্ধপাত্রে

তখন লাফিয়ে উঠেছে মাছ

ভরভরন্ত আমি গড়িয়ে যাচ্ছি বাড়ির দিকে

নিংড়ে ফেলা পানীয়ের ভিতর



এসবই মনে রাখার মতো



(ইংরেজি অনুবাদের মধ্যস্থতায় অনুবাদ করেছেন উষ্ণিকের সম্পাদক)



(ছবিঃ গুগল)

নভস্যের কবিতা ১৩


Image result for convective clouds(


প্রলাপ#১২
             -সোনালী মিত্র 

আজকাল সুখ নিয়ে কিছু লিখতে ভালো লাগে না,প্রেম নিয়েও না।যথার্থ সুস্থতা নিয়ে লেখা চিঠিগুলো একলাই হেঁটে গ্যাছে দাবানলে।ভাদুরে উত্তাপ মাথায় নিয়ে লালা ও ঘামে যেসব প্রেমিকেরা এসেছিলেন,আঁশটে গন্ধ নাকে টেনে তারাও ফিরে গ্যাছেন যে যার ঘরে।

#
প্রতিদিনের সুস্থতা পেতে চেয়ে যাবতীয় পর্দা টেনে রাখে চোখ।দীর্ঘ বুদবুদ্ সাবানজলে ডুবে থাকে এ পোড়া শরীর।
ডাক্তার বলে গ্যাছেন,বারংবার এই আত্মহত্যা প্রবণতা ধীরে ধীরে উন্মাদের দিকে গড়ায়।তার'চে গান শুনুন,গীতা অথবা আত্মাশুদ্ধিকরণ টাইপ বই টই কিছু পড়ুন,ঘুরে আসতে পারেন পাহাড়ে বা সমুদ্রে।তবে জঙ্গল আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই সুখকর নয়।
প্রতারণামূলক গল্পগুলো আপাতত নির্বাসনে পাঠিয়ে দিন।
#
লাল-নীল ক্যাপসুলে ঢেকে যায় বৃষ্টিদিন।ওষুধের ধারাভাষ্যে আত্মহত্যা অথবা উন্মাদ কোন একটা সুর নিশ্চয়ই বাজাবে আমায়।ধন্বন্তরি কবিতাগুলোও একদিন সাইকো হয়ে উঠবে।সঞ্জীবনী বর্ণমালার ভিতরে জেগে উঠবে অ্যাসাইলাম।

শুনে রাখুন প্রিয় পাঠক,সুতীব্র প্রলয়ের আগেএ ভুলভাল লেখনীর অস্থি বিসর্জনটুকু অত্যন্ত প্রাসঙ্গিক ।
(ছবিঃ উটা বিশ্ববিদ্যালয়)

নভস্যের কবিতা ১২

Related image



অসময়
           -তন্ময় ধর



সময় হাসছে
আর
ঝিনুকের গল্পের ঠোঁট ফুলে আলো পড়ছে সমুদ্রে
এত ফেনা
প্রত্ন জাভা ম্যানের পায়ের হাড় থেকে রক্ত পড়ছে ইতিহাসে

তুমি একটু বেশী রাতে বাড়ি ফিরেছো

আগুনের অভিনয়ে
পুড়ে উঠছে আমাদের রান্নার জন্মান্তর

আমরা হাঁটছি
নক্ষত্রের ঘুমের ভিতর দিয়ে

আকাশপ্রদীপের ঠোঁট থেকে রক্ত পড়ছে
আমাদের খেলাধুলোয়

ঝিনুক-খাওয়া দীর্ঘ পাখির ডানার ওপর দিয়ে
সময় সামান্য হাসছে


(ছবিঃ উইকি)



নভস্যের কবিতা ১১

Image result for cloud photo from plane

পুষ্পবাক 
                 -পিয়াস মজিদ

পৃথিবীর ইতিহাসের বাইরে
ফুটে আছে এই
তারাপ্রস্তরতা,
অমাবস্যাময় বেঁচে থাকার
সরণিতে এক ফোঁটা
চাঁদনিচত্বর।
সকল হাসপাতাল ফুরোলে
চন্দনচিকিৎসা হয়ে জেগে থাকো ;
চির এক সুরভিসত্য।
এমন হেমন্তগন্ধে অন্ধ আমি
ভবিষ্যৎ-বিস্মৃত হয়ে ভাবি
প্রেম মানে ‘তুমি’ নামের
ডাউন-মেমোরি লেন।

(ছবিঃ অ্যাসারজিব)

নভস্যের কবিতা ১০

Related image


সাবলীল উপেক্ষারা
                               -সম্পিতা সাহা

কপোতপালী থেকে রোদ নেমে আসছে সিঁড়ি বরাবর।
ঝাঁপি উঠিয়ে রাস্তা নেমেছে পুতুলওয়ালা
এসময় আনাচে কানাচে আহ্লাদ পুষে রাখে পাখিরা
আর আমরাও অসুখ লুকিয়ে যাই গাছে কাছে,
অবিমিশ্র নিঃশ্বাসে রেখে আসি অধম বিষাদ।
অথচ জানি, চোখের কাছাকাছি থাকলে
সান্ত্বনাতেই কেটে যাবে কান্না।

আত্মগোপনের পর প্রতিবারই হেরে যাই
অসম্ভব কিছু উচ্চারণ।
ভুলে যাই,
যাকে ঘুমের ভিতর চেনা
সে জেগে থাকারও দখল চেয়েছে অলিখিত যোগ্যতায়...

(ছবিঃ শাটারস্টক)


নভস্যের কবিতা ৯

Image result for noctilucent clouds

বিষাদ
      -দেবারতি চক্রবর্তী


বড় একটা নদীর তীর নৌকা ভাসিয়ে দাঁড়ালাম
জল থৈ থৈ পাড়ে নির্জন আকার হীন স্তুপের মতো
ভাঙ্গা ভাঙ্গা হাড়গোড় চোরা বালিতে নগ্ন পড়ে
দর্শন যাত্রী একে একে নগ্নতার মজা লুটে নেয়
বিষাদগ্রস্ত মেঘ শুকিয়ে ফেন ফেনে
হাততালির শব্দে মাতোয়ারা রৌদ্রপুরী
সময় গড়িয়ে সন্ধ্যায় নেমে আসে
নগ্নতা এখন ক্লান্ত

(ছবিঃ উইকি)

নভস্যের কবিতা ৮


Related image

প্রতীক্ষাঘরে
                  -সুপর্ণা মণ্ডল


ভালোবাসাই সারাতে পারত রোগ
অথচ রোগের অজুহাত দিয়ে ভালোবাসা থেকে
হাজার মাইল দূরের ডাক্তারখানায়
নাম লেখালে তুমি,
প্রেমহীন প্রতীক্ষাঘরে।
ভুলে গেলে? এটাই তো সেই শহর
যেখানে ছাতার দোকান অনেক,
ছাতা সারানোর একটাই।

(ছবিঃআর্থস্পেসসার্কল ব্লগ)

নভস্যের কবিতা ৭


Related image


মীনস্বপ্ন
               -শিবু মণ্ডল

দুচোখের দৃষ্টিতে মীনছায়া। দূরদৃষ্টিতে লাগে ঢেউ
খোলাতে লেগে আছে আঁশ। আলো পেলে খুলে যাবে কেউ

এ জীবন মীনের,এ স্বপ্ন ভেসে থাকবার
শিকারির ফাঁদে পড়া যেন জল খুলে উঠে পড়া
যে পথে নদী চলেছে মোহনায়
সেপথে শুধু ছেড়ে আসা ডিমের কাতরতা

দুঠোঁট ফুলে ফুলে সমুদ্র যেখানে সেখানেই নদী ফুরিয়ে যায়

(ছবিঃ আইরিশ মীরর)

নভস্যের কবিতা ৬


Image result for cloud photo from plane

সকলেই থিতু হইলো নদীমাতৃক সভ্যতায় 
                                              -রঙ্গন রায় 


কলেজের সুন্দরী দিদিরা , যাদের ওপর ঘনঘন ক্রাশ খাওয়া যেতো
আমার বড় হওয়ার আগেই তারা মা হয়ে গেলো আশ্চর্য স্নিগ্ধতায়।

যারা নার্সিং ট্রেনিং নিতে গেলো , মনেপ্রাণে  তারা নাইটেঙ্গেল এখন
প্রতিটি নতুন  শিশুর বাড়ি যাওয়ার সময় একবার করে প্রদীপ  জ্বালিয়ে দেয়

শেষ সময়ে বলেছিলে ভালোবাসি , সমুদ্রের মত বিশাল হতে চেয়েও
ক্ষুদ্র আমি রয়ে গেছি সমতলে , তুমি পাহাড়ের মত উচ্চতায় উঠে গেলে

অন্ধকার লেডিস হস্টেলে বৃষ্টি পড়ছে। কাঠের দরজা খুলে দাঁড়িয়ে আছো
তুমি , একা , আমার ছাতা হারিয়ে গেছে , যতটা মহেঞ্জোদারো

এই বন্ধুত্বের ম্যাচিউরিটি আজ শেষ হবে বলে তুমি সারারাত
আমার সাথে গল্প করো  , আউট অফ রীচে দাঁড়িয়ে

 বান্ধবীদের ধারণা  আমি খুব ভালো আছি , 'ভালো থাকা' সভ্যতার সাথে
মানুষের একটা অবিশ্বাস্য বেঁচে থাকার নাম।

(ছবিঃসান্তিয়াগো বোজা)

নভস্যের কবিতা ৫

Image result for cloud photo from plane


কিছু জারজ উঠোন
                          -জ্যোতির্ময় মুখার্জি

আমাদের প্রত‍্যেকের নামের পাশে একটা অদৃশ্য পেন্ডুলাম ঝোলে, যদিও তাকে দৃশ্যে পরিণত করতে একটা আয়নাই যথেষ্ট


এইসব রোদের আস্তিন বা পুরনো আলোর ক্ষেত আয়নায় ভেঙে পড়লেই একটা সাদা এবং একটা কালো বা কিছু অবতল আপেল, মূল বিন্দু থেকে দূরে আরো অনেক দূরে স্টক্ গুনে গুনে মিলিয়ে নিচ্ছিল চাহিদার ওভারল‍্যাপিং


এতদূর অবধি খুলে গেলে হাত, ঠিকই আছে। তুমি এখন নিশ্চিন্ত মনে গুলিয়ে দিতে পারো লাল শাড়ির মেয়েটিকে। ফেলে দাও বা ভরে নাও কিছু জারজ উঠোন

(ছবিঃসি এন এন)

নভস্যের কবিতা ৪

Image result for mother of pearl clouds

আঁতুড়ঘর
           -স্বাগতা সিংহ রায়

জীবন আর কিছুই নয়
লঘুবৎ গুরু
অগ্নিবায়ুযোগে অহেতুক পরমান্ন

কাউকে পুড়িয়ে কারোর নিষ্কৃতি

হঠাৎ যে জন্ম, জন্মান্তর
অলীক মধুছায়া
আদতে শূন্য নিবাস
কপর্দকহীন

যেনেই অথচ পরিপূর্ণর সকলি
ছুঁড়ে দিই মঙ্গলঘট
সার্থক এ আঁতুড়ঘর
ছিন্ন হৌক আনন্দে

(ছবিঃ পিন্টারেস্ট)

নভস্যের কবিতা ৩

Related image



অসম্পূর্ণ 
            -জয়শীলা গুহ বাগচী

আমার ডানায় ফোঁটা ফোঁটা ভাত পড়ছে
স্বাধীন মনোলগে
একটি পা সমেত স্মৃতির ছুড়িকাঁচি
অপেক্ষা করে আছে
দ্বিতীয়টি দৃশ্যের ওপর ছড়িয়ে যাচ্ছে ক্রমাগত
দাঁড়িয়ে থাকার গন্ধ একটি উপকথামাত্র
কুমোর, তাঁতি, জোলার গল্পের মতো
যাদের উপসংহারে
আমি একটি পায়া ভাঙা রাজা রাখি
ভালবেসে কাঁকড়াও দিই একটি
বগবগ করে ফুটে ওঠা অতীত থেকে
বাষ্প ধরে ধরে ভাপিয়েছি লেখাপত্তর
আর
ভাস্কো ডা গামার আধপোড়া মাস্তুল
যা কিনা আমার ঘাড়ের ভেতর
স্পষ্ট একটি অনুচ্ছেদ
শ্বাস থেকে অন্ধ গলি পড়ে
বিশুদ্ধ নকল পড়ে 
পিঠ জুড়ে আঁকা হয় উথলে পড়া
আর
বেড়ে ওঠা নষ্ট গানের উল্কি
শব্দের ঢেউ আছড়ে পড়ার আগে
শাঁখামুটি কবিতার রঙে 
অক্ষর থেকে বিচ্ছিন্ন করি ধ্বনি
ক্রমাগত অসম্পূর্ণতা পূর্ণ করে আমাকে
আধপচা মাস্তুল উড়িয়ে
কবিতা থেকে বিষ ছড়ায়
আমি ভাসি আমার সংগ্রহের খাড়িপথে
নোয়া গুছিয়ে অন্তর্গতে ভেসে যাই

(ছবিঃ স্পিরিচ্যুয়াল ভিগর) 

নভস্যের কবিতা ২

Image result for noctilucent cloud

অসবর্ণ 
             -অভ্রদীপ গোস্বামী


সুরতহাল শেষ করে ফিরিলাম উঠানের কোণে
জোড়াশালিখের ফেলে যাওয়া গুয়ের ওপর বসলাম
চোখের সুরমা আর হাতের উল্কি এখনো স্পষ্ট
যতোধিক স্পষ্ট আর সুগন্ধ ছড়ালো সম্পূর্ণ একবোতল আতর



নাভিদেশে সেলাইটা একটু বড়ো, শিরস্থান
অক্ষত থাকবে চিরদিন কী বলেছিলাম না
সগর্বে ঘোষণা করলেন গনক ঠাকুর
বহুক্ষণ চেয়ে আছি পেটের ফুটোর দিকে এফোঁড়ওফোঁড়



সমগ্র কবিতা শরীরে মৃত এই দেহটি ছড়ালাম
উলুধ্বনি দিতে নেই জেনেও সমস্ত শরীর কষে
বাজালাম উলু...
আর শেষবর্ণে ছন্দ ভেঙে যাবে বলেই
তোমাকে উৎসর্গ করলাম আবৃত দেহটি সৎকারের আগেই...

(ছবিঃ পিন্টারেস্ট)


নভস্যের কবিতা ১


Image result for noctilucent cloud


বোতামঘর 
              -সু চক্রবর্তী



চোখ বন্ধ হয়ে যায়

জরৎদুপুরে নিশিগন্ধা


অভিবাদন করে তোমার।
শার্টের বোতামে করা
হেমসেলাই, সুইই

(ছবিঃ জ্যান কোয়েমান )