Thursday 14 February 2019

উত্তরায়ণের কবিতা ১১

Image result for black and white abstract painting

যথার্থ মেয়েটি যেন চন্দ্রবোড়া 
                                       -প্রদীপ চক্রবর্তী 


এক।

পোষা বীজ ও কাদায় মেখে দাও | বীজ শুধু এমন কিছু ,
রক্তপ্রণালী থেকে সমুদ্রের দিকে যেতে যেতে যা হয়েছে মৎস্য ...

এমন প্রেম ও বৈরী | শস্ত্রপচারে অন্ধকার |

এমন হাত মিথুন প্রক্রিয়া | তার মন্থন দুদিকেই |

বৃষ্টি  না অশ্লীল শব্দ খেচর ? বেশ মেঘ করেছে |

সাতসকালে রাঁধুনির ছোট মেয়ে ওই নৈঋতে জং ধরা | পেরেক বাক্সসমেত ভুলভাল কিছু দিয়ে গেলো |

শরীরের নাম : বিন লাদেন | মায়াময় সৌরসন্ধানী ঈশ্বর |
আরো কারণ আছে | আরো হারানো স্বপ্নের কারণ ...

প্রাচী বীজে এখানে এটিই নিয়ম | ছলা পশমে আঁধারকলা |
নিষিদ্ধ স্তরে ভোরের রস খেতে জড়ো হয়েছি |

দূরে কোথাও মিহি ঠুনকো মেয়েটির ছোট ছোট বুকের মধ্যে কীট বোনার ঘর ...



দুই ।

পরম সলোমন | অতঃপর মাংসের স্বাদ নোনতা |

প্লেট নামিয়ে তাকাচ্ছো | সেই হাওয়ার মেয়েটি একোয়ারিয়ামের ভেতর বিবিধ মাছের স্থানীয় অস্বাস্থ্য ...

সেই মহাভোজের দৃশ্যটি চোখে ভাসে | বিষণ্ণ শাড়িবিজড়িত সুদূর সুপ্ত | তোমার নিদ্রায় যেন ব্যাঘাত না ঘটে এই ভেবে শরীর থেকে মন খসে | ফুঁ লাগে জীপের ঝোড়ো হাওয়ায় | রোজই এক পা , দু 'পা গ্যালপিং | তেমন কিছু নয় , অঙ্ক মিলিয়ে শরীরে তার জায়গা খুঁজে নিতে | ফোঁটা দু ফোঁটায় দু ' হাত ভরে যায় | রক্ত বিন্দু সন্নিহিত ক্যাসিনোর সর্বশেষ আমিষ | দন্ডচারী দু 'ঠোঁটঅলা পাখি আত্মহত্যাকালীন সরঞ্জামসমূহ নিয়ে এলো |

চিবুকে পড়ন্ত তিল | সৈকত ময়ূরের মোহ |
অলীক আপেল খাবার দৃশ্য .......

সর্বস্বান্ত ফুরিয়ে ঈষৎ জাদুকর |

গমনে বেশ্যায় |

হতে পারে ভাঁড়  ......................!

(ছবিঃ লরা গোমেজ)

No comments:

Post a Comment