বেলাশেষে
-অভিশ্রুতি রায় ভট্টাচার্য
তুমি প্রতিবার লিখে রাখছ আঙিনা
এই শহুরে রাস্তা কোনো ইস্তফা দিতে শেখেনি
তাই প্রত্যেকটি বেড়ে ওঠা জড়ুলে সূর্যাস্ত নেমে এসেছে
এই সবকিছু মেখে নিলে
বাকিটা শুধু ঘামঘাম ভিজে ওঠা
আমাকে নিয়ে যায় আরও অনেক পশ্চিমে
আরও অনেক মেরুতে
সেখানে আজ অবধি কোনো শ্যাওলা ধরেনি
কোনো রং বলে ওঠেনি
আজ আমার জন্মদিন
(ফোটোঃ ডেভিড জি পল )
No comments:
Post a Comment