ধুলোমেঘ
-পিয়াল রায়
ধরা যাক একটা আলো
এগিয়ে আসছে তোমার দিকে
আর তুমি
দাঁড়িয়ে আছ দু'হাত মেলে
ধরা যাক এখানে
শূন্য নামে কোনো মাধ্যম নেই
নীলচেরঙা চামড়াও গায়েব
তাহলে কি তুমি পানি হবে?
অথবা মাছরাঙা, পানকৌড়ি
একবার নিজের দিকে তাকাও
দেখো সেখানে কোনো নিঝুম দুপুর
মুঠো মুঠো ভিজে বাতাস ছড়িয়ে রেখেছে কিনা
যদি বাতাসের গন্ধ তোমাকে
চিনিয়ে দেয় কোনো একদিন
বৃষ্টির পর গোলাকার চিহ্নের মতো
বিদ্যুৎ জ্বলেছিল গাছেদের মাথায়
তাহলে জেনো,
সমস্ত আলোই এরপর তোমাকে
ছুঁতে চাইবে
যদিও তুমি তখন অশরীরী এক
ধুলোগন্ধভরা মেঘের ভিতর
(ফোটোঃ হোলী ম্যার্টলিউ )
No comments:
Post a Comment