অসুখের দিনে
-গৌরাঙ্গ মন্ডল
১
চিমটে কেটে দেখে নিই
আমি ঠিক মৃত না নিভৃত
মলিন কুয়াশ যেন ঈশ্বরের
নিজ হাতে বিছানো কফিন
ভেতরে কী ঝড় উঠেছিল?
বালিকা শহর কার আঙুলের ভয়ে
শামুকের মতো তার বুক ঢেকে নিল?
২
মিছে দোষ দাও, মিছে
ভর্ৎসনা করেছিলে তাকে
যাকে অপরাধ ভাবো, ভাবো
যার আশরীর নখ
মুখোশ সরিয়ে, দেখো, আমারই মতন
আসলে সে ভীতু এক লোক
৩
ভয় খামচে ধরে আছে পৃথিবীকে
ওল্টানো জাহাজ থেকে যারা ফিরে গেল
তাদের ঘুমের মধ্যে বিষাদের সাথে
চোখ থেকে উঠে আসবে লবণ কণাও
অভয়, তুমিই নার্স
তাহাদের শুশ্রূষা শোনাও
(ছবিঃ বিনোদবিহারী মুখার্জি)
No comments:
Post a Comment