ঘৃণা পরম ধর্ম
-সুপর্ণা মণ্ডল
১.
জীবিতদের আদালতে সব দোষ
মৃতদের উপরেই বর্তায়
মৃত্যুর পর তুমি কোন বিচারের অপেক্ষা করছো?
২.
কাকে আঘাত করতে চাও?
ভেঙে চুরমার হল আয়না।
৩.
একটি শিশু কাঁদছে
শিশুরা তো চিরকাল কেঁদেই থাকে
কান্নাই ওদের ভাষা
কিন্তু আর একটি শিশুকে দেখো
সে কিন্তু কাঁদছে না একেবারে
(ছবিঃ বিনোদবিহারী মুখার্জি)
No comments:
Post a Comment