বরফ বৃক্ষের উচ্চারণ
-শিবু মণ্ডল
এই তো মৃত্যুর বেতবন থেকে ঘুরে এলাম
সেখানে উদ্দেশ্য ছিল, রাস্তা ছিল না, আবার ছিলও
সেখানে শুয়ে শুয়ে যাওয়া যায় বসে বসেও
সেখানে হাতে করে কেউ বোতাম বুনে দেয় জামার গায়ে
তারপর গর্ভবতী নারীর ফুলে ওঠা নাভির দিকে তাকিয়ে বসে থাকি
(ছবিঃ বিনোদবিহারী মুখার্জি)
No comments:
Post a Comment