Monday 20 April 2020

বৈশাখের কবিতা ১১

Birbhum In Summer- Benode Behari Mukherjee - Bengal School Indian ...


জড়ো করা দিন
                  -নীলাব্জ চক্রবর্তী



মাংসের বাগানে আমি গান ভেবে
একটার পর একটা
বাদামী ক্যালেণ্ডারের ওড়াউড়ি
হরফ অর্থে খুব উদাস যা কিছু দৃশ্য হচ্ছে
ঘ্রাণ হচ্ছে
স্মৃতির বাইরে যেটুকু
পড়ে থাকা
শরীরের ভেতর একটা জড়ো করা দিন
মানে
ঠাণ্ডা একটা হাতল
শুধু জরিপ অবধি
এই যে আঙুলের ঘুম
নড়ে উঠছে
একটা চলমান কবিতায়...

(ছবিঃ বিনোদবিহারী মুখার্জি)

4 comments:

  1. শেষ লাইন টা ।।। আরেকটু @ সৌগত বালী

    ReplyDelete
  2. ঠান্ডা একটা হাতল।ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. থ্যাঙ্ক ইউ রাহুল... :)

      Delete