অনুশাসন পর্ব : দুই
-নভোনীল চট্টোপাধ্যায়
ঋণ করে রেখে যাই শব্দ, সংসার, সংলাপ
অন্দরমহলে বাজে এত সুর আর এত গান,
কার মতো এই সুখ? নির্ভীক পাতার চিৎকার
বোঝাতে না পেরে তুমি ভিজে পলিমাটিতে আঁচড়
হলুদ আর নিমপাতা হয়ে আমি জীবাণুনাশক,
এই দেশে শুয়ে আছি দাম্পত্য চর্চার আগে থেকে
তবু আমি বনাঞ্চলে মানুষ এনেছি প্রতিবাদে
সক্ষম, শিক্ষিত হাত বার বার ধুয়ে নিচ্ছি সাবানের জলে।
(ছবিঃ বিনোদবিহারী মুখার্জি)
No comments:
Post a Comment