Saturday, 25 May 2019

বৈশাখের কবিতা ৭

প্রয়াত ভোরের স্মৃতিতে
                                      -পিয়াস মজিদ

প্রয়াত কুয়াশাময় এক ভোরের চিতা
মিহিমধু জ্বলে আছে এই বিষবুকে।
পৃথিবীতে প্রেমের কবিতা সব
ফিকে হয়ে আসে,
তবু ফিরে ফিরে কেন ফিঙে ডাকে!
গুচ্ছ গাছের সবুজে
আমাদের আমূল অন্ধতার অনুবাদ,
তুমি কি মরচে পড়া চোখ খুলে
কখনও পড়বে
ইন্দ্রজাল-ব্রেইলে?

যখন জলরুদ্ধ নদীতে
মরুভূমি শাখা মেলে,
শীতকালও একদিন
শেষ হয়ে আসে,
শুধু এক হিমপাখি
ঊষর মরুতে বসে,
উড্ডীন ভাষার বইয়ে
ত্রস্ত চঞ্চুর
কাতর কলমে
কুয়াশামাখা সেই
প্রেমের কবিতাই লেখে...

No comments:

Post a Comment