Saturday 25 May 2019

বৈশাখের কবিতা ৯

মেঘলাকলোনি
                      -সৌমনা দাশগুপ্ত

যতদূর যাও না কেন
এই কাফিলা তোমার
পেছন পেছন যাবে

এই হাওয়াভর্তি শ্যালো পাম্প, এই একফসলি জমিন নিয়ে আর কতটা কৃষিকাজ হবে! জলখেলা মাটিখেলা আবোদা বালক। ফুল ছিঁড়ে উড়িয়ে দিচ্ছি, ইচ্ছে ধরে টান মারছি, পিঁপড়ের হাঁটার পথে চিনি ঢেলে, পরক্ষণেই ঢেলে দিচ্ছি জল। ইচ্ছে আমার বিষগোখরো দিগন্ত। ইচ্ছে আমার ভলকানিক স্রাব, কতটা পুড়লে পরে ছাই, আমি তার হদিশ রাখি না। শুধু জানি শ্যামাপোকা বারবার আলো দেখে ছুটে যায়, শুধু জানি পিঁপড়ের পাখা। মিছিমিছিই একটা আকাশ এনে টাঙিয়ে দিলে। আর শোনো হে গোঁসাই, কথা শুধু তোমার নয়, আমারও দু একখানা বাখান আছে, আছে তিন তিন সপ্তক জুড়ে সুর। আকাশকে সারফেস ভেবে নিয়ে আমি যে এই ছ ছখানা প্রদীপ জ্বালিয়ে রাখছি, তুমি কী খবর রাখো তার, তুমি কী সেই আলোর নিচে খুলে ধরছ তোমার প্রথম প্যাপিরাস! এই যে এত এত ভরে দিলাম গানপাউডার, তবুও কাগজের এই হাওয়াইজাহাজ আর উড়ছে না

No comments:

Post a Comment