Saturday 25 May 2019

বৈশাখের কবিতা ৬


দহন
      -সম্পিতা সাহা

মুলাকাত আসলে একটা আস্তরণ।
অবনত ভাষা পুষে রেখে গাঢ় হয় নিস্তব্ধতা,
আর মনমতো কথা না পেয়ে
ফের অস্থির হয়ে উঠি ভেতর ভেতর।

একটা অন্তর্বর্তী বিস্মৃতি
আলোসাম্পান থেকে দূরে
ঈশ্বর জন্মের অপেক্ষা নিয়ে
আরও কয়েকমাস প্রচ্ছন্ন ব্যথা মেখে থাকে...

অথচ দেখো,
স্পর্শের চেয়ে স্বচ্ছ কিছু হয়না জেনেও
আমরা সেই জলকেই সহজলভ্য করে তুলেছি...



No comments:

Post a Comment