অ্যাসাইলাম
-পিয়ালী বসু ঘোষ
যাবার আগে মায়ের সাথে একবার দেখা করতে এসেছি
এসে অবধি দেখছি কি যেন একটা গলদ
আমার মা আর আমার মা নেই
কেমন স্বার্থপর, পাখি হয়ে যেতে চাইছে
কখনো হলুদবসন্ত, কখনো মাঠচড়ুই
কখনো ঠা ঠা রোদ্দুরে আহ্লাদ খুঁজছে
কখনো আগুনে পুড়ে কড়াইয়ের রঙে মিশে যাচ্ছে
হয়ে যাচ্ছে লেজঝোলা ফিঙে
আমি বোকা সন্তান মাকে খুঁজছি
কিছুতেই পাচ্ছিনা
রাগছি,কামড়াচ্ছি, উপড়ে ফেলছি শরীর গজিয়ে ওঠা ঘন বন
ওইতো,
মা ঘাসের পালকিতে এদিকেই আসছে এবার
আমি প্রস্তুতি নিয়েছি
পরিচয় দেব 'মা,আমি তোমার প্রথম সন্তান'
কিন্তু, জাপটে ধরতে গেলেই
মা একবার আকাশ, একবার ডানা হয়ে যাচ্ছে
পাখি হতে পারছেনা
কেবল বেহারা বিহীন পালকিটা শূন্যে ভাসছে
-পিয়ালী বসু ঘোষ
যাবার আগে মায়ের সাথে একবার দেখা করতে এসেছি
এসে অবধি দেখছি কি যেন একটা গলদ
আমার মা আর আমার মা নেই
কেমন স্বার্থপর, পাখি হয়ে যেতে চাইছে
কখনো হলুদবসন্ত, কখনো মাঠচড়ুই
কখনো ঠা ঠা রোদ্দুরে আহ্লাদ খুঁজছে
কখনো আগুনে পুড়ে কড়াইয়ের রঙে মিশে যাচ্ছে
হয়ে যাচ্ছে লেজঝোলা ফিঙে
আমি বোকা সন্তান মাকে খুঁজছি
কিছুতেই পাচ্ছিনা
রাগছি,কামড়াচ্ছি, উপড়ে ফেলছি শরীর গজিয়ে ওঠা ঘন বন
ওইতো,
মা ঘাসের পালকিতে এদিকেই আসছে এবার
আমি প্রস্তুতি নিয়েছি
পরিচয় দেব 'মা,আমি তোমার প্রথম সন্তান'
কিন্তু, জাপটে ধরতে গেলেই
মা একবার আকাশ, একবার ডানা হয়ে যাচ্ছে
পাখি হতে পারছেনা
কেবল বেহারা বিহীন পালকিটা শূন্যে ভাসছে
No comments:
Post a Comment