আবেশ
-অভিশ্রুতি রায়
ঘাম দিয়ে গলে পড়ছে সময়
কপাল থেকে গাল, গাল থেকে ঠোঁট.....
এই সড়ক জুড়ে কত ভাঙা মেঘের শ্রাবণ নেমেছে।
কানটা মিছিমিছি ভিজে ওঠা পদ্য গুলোকে লুকিয়ে রাখতো।
দুটো ঠোঁটের মাঝে কখনো বসন্ত গড়ে উঠলেও,
শুকনো বালিতে উটের ভার বড্ড অসহ্য হয়ে ওঠে।
শীত কাতুরে পিঁপড়ে গুলো এক আঙুল জায়গা মেপে নিচ্ছে অলক্ষ্যে গড়ে ওঠা উদ্দেশ্য-বিধেয়হীন স্তবকটিতে।
পড়ে আছে কেবল দু-চারটে ভাঙা রোম কুপের গল্প।
যারা শুধু বিন্দু বিন্দু জল মেখে দিচ্ছে শরীরের উত্তরায়ণ জুড়ে।।
ছবিঃ অ্যালিসন জনসন
besh,,,,@avishek ghosh
ReplyDelete