পাথরের রাবার
-অভিষেক ঘোষ
যে গতিতে কোন ধাক্কা নেই,
আছে পাথর লড়াই
আমি সরাতে থাকি নদীর চর,আগুনে পোড়া
মাটি।
ঢেউয়ের কঙ্কাল মাংস পেলে, মৎস্যজীবীর
বাড়িতে আসে,খিদের শব্দ,হাভাতে ঘাসে প্রতিটি
কুয়াশা হাঁটে ভোরের আগে,তারও আগে
কেউ...
পুকুর ঘাটে সূর্য বেঁধে হারিয়ে যাওয়া ঢেউ
তাকেই যখন খুঁজতে যাবো,সারে ছ হাজার
সন্ধ্যা পারে...
দেখব শুধুই শুকিয়ে গেছে
আলো.....
আমি মুছে এসেছি,সেই আঁধারই পথ
তোমার দেওয়া উপহার,
পাথরের রাবারে।
ছবিঃ স্বেইন কনিঙ্গেন
বেশ অন্যরকম। পুকুরে ঘাটে সূর্য বেঁধে হারিয়ে যাওয়া ঢেউ এই লাইনটা দারুন..
ReplyDeleteঅন্যরকম..বেশ
ReplyDeleteঅন্যরকম
ReplyDelete