Tuesday, 11 July 2017

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ২

Image result for abstract painting


অ্যাসপিরিন
               -রঙ্গন রায়


যেন একটা জ্যান্ত পাখিমৃত্যু মুখের ভেতর
ডানা ঝাপটাচ্ছে
বুকের বোতাম খুলে বেড়িয়ে যাচ্ছে
পালক পালক জীবন ...
ভীষণ হাল্কা হয়ে যাওয়া এই রাস্তা
কৃষ্ণচূড়ার পরেই অ্যাসাইলাম -
উৎসব আর মাথাব্যাথা  সমান্তরাল
গরাদের ফাঁকফোকর দিয়ে -


মোজা ফেলে রেখে ছুটছি
অলৌকিক হাতঘড়ি গুলো খুলে রাখা
আর এই অত্যাশ্চর্য কুয়াশাবাগান
জেলির মার্মালেড বেছে বেছে
হাঁফিয়ে উঠছে রুমাল
প্রতিটি বারান্দায় উলের চাদর
                              পেরোলেই ঐশ্বরিক টুপি


ছবিঃ সিমোন কেনী

4 comments:

  1. prothomti japon moy,o kolponar mishel ache,o chotfotanir jonnyo valo laglo.....ditiyo ti icche,,o kalpona...... besh.... tai..

    ReplyDelete