Tuesday, 25 February 2020

কুসুমের মাসের কবিতা ৮

Carlo Carrà: Funeral of the Anarchist Galli (1910-11)

সাং 
              -রাজেশ শর্মা 


'মম আঁখি হইতে পয়দা, আসমান জমিন।
আর পয়দা করিল যে, শুনিবারে যত।
সবদ, সাবদ, আওয়াজ ইত্যাদি যে কত।।'

           ----হাসন রাজা


বাড়িতে ফিরে এলে উৎসব হয়। জীবিত অথবা মৃত
দু'রকম উৎসব

মৎস স্পর্শ  হবে বলে  বুড়া লোহিত ডিম ভরে পেটে


বাড়িতে ফিরে এলে। উৎসব হবে। জীবিত অথবা মৃত


দেশি, বিদেশি অথবা ডিটেনশনতাড়িত।

(ছবিঃ কার্লোস কাররা) 

No comments:

Post a Comment