Tuesday 25 February 2020

কুসুমের মাসের কবিতা ৭

Image result for futurism painting

সংশ্লেষ
             -মীনাক্ষী  মুখোপাধ্যায়

সন্ধ্যা নেশাতুর হলে জোনাকি উড়ে যায়
 চোখ মুখস্থ করে ঠোঁটের তিল
ঈশান কোণের জরুল

বাস্তুসাপ শিকারে তখন নিশাচর
জিভ থেকে খসতে থাকে লালা

গা পুড়ে যাচ্ছে ধুম তাপে
অথচ জ্বর শূন্য থার্মোমিটার

 খুব ভোরে ডুব দিই পুকুরে
কোচল ভরা কাঁকড়া তুলে আনি
উনুনে নতুন মাটি নিকাই
চুলের জলে ভিজতে থাকে পিঠ

বৃষ্টি পড়ে ...

হাঁড়িতে ফুটতে থাকে ভাত
উথলে ওঠে - ঢাকনা  কাপে
পোড়া কাঁকড়ায় ঘোষতে থাকি নুন লেবু লংকা

হাওয়ায় গামছা উড়লে
আঁশটে ও ঘামের গন্ধ  নাকে এসে লাগে
 মোচড়  দেয় তলপেট

ছাতার নীচে জমে ওঠে কাদা

তাপ পরিমাপের একক ভুলে

এখন

পারদ দেখি থার্মোমিটারের চূড়ান্ত ডিগ্রীতে

( ছবিঃ কাজিমির ম্যালেভিচ )

No comments:

Post a Comment