মেছো থালা
-সুতপা চক্রবর্তী
ভালোবাসার বেড়াল হয়ে বুকের মধ্যে
থাকা হয় না
নধর বালকের বাঁশিমুখো ঠোঁটে
বাজে তোর কীর্তনীয়া প্রলাপ
আমার প্রসন্ন বিকেল বল্কলপ্রেম জুড়ে ঝড় বয়
অক্ষরে অক্ষরে স্নান চলে
বারুনিঘাটের
আমরা ভীরুহটি
পশ্চিমকোণে
বেড়ালের আদরমাখা মেছো থালাটির মতো
(ছবিঃ উমবের্তো বোক্কিওনি )
No comments:
Post a Comment