Tuesday, 25 February 2020

কুসুমের মাসের কবিতা ৪




ট্রাম্পেট
           -মৌমিতা পাল

'চললুম ', কথাটা কম করে হলেও
সত্তরবার বললাম।

তাকে ভালোবাসি বলে গুলি করব না এমন দিব্যি খাইনি কখনো,পিস্তল উঁচিয়ে ফালা ফালা করে দেব খুলি ,ধুত্তোর গুলি!তেষ্টা মেটাই আগে !
বুকের কোণে বিপন্নতা ঝনকে ওঠে,
তাকে দেখিনি কয়েকশো দিন ।
এক একটা দিন হাজার সমান ,মরেই যাব !
মরেই যাব ,মেরেই যাব ,
যাহোক কিছু করেই যাব!

বুকের কোণে বিপন্নতা ঝনকে ওঠে,
তাকে দেখিনি কয়েকশো দিন ।

একটা লোক ছবিলাল
একটা লোক বাজপাখি
একটা লোক নাবালক
একটা লোক জলভাত
একটা লোক রাজহাঁস
একটা লোক বিষণ্ণ
একটা লোক জঘন্য

এসব চিনতে প্রেম শিখিনি
বুকের কোণে বিপন্নতা ঝনকে ওঠে,
তাকে দেখিনি কয়েকশো দিন ।

চেয়েচিন্তে খুবলে খাব
ভেবেচিন্তে একলা হব
মালবাবুর বউকে বিছানায় তুলব
দেখেই যাব দেখেই যাব
ধরতে দিলে ভোর ফাটাব
অকস্মাৎ পৌছে যাব
                                তার বাড়ী!

নির্ভুল তাক করে ,'চললুম' বলে ফিরে আসব!

(ছবিঃ জুলে শোম্যালৎজিগগ )

No comments:

Post a Comment