Sunday, 1 December 2013

অঘ্রাণের কবিতা ৭



উপকথা 
    -হাসান রোবায়েত

১. 

যেন মূহুর্তেই ডাল থেকে খসে পড়বে বাঘের ঘ্রাণ;
 সেইসব অনাঘ্রাত হরিণের প্রতিলিপি লুকিয়ে রাখছে জেলে। 
রক্তবীজ অথবা কার্পাস ফলের কোয়ায় নেমে যাচ্ছে 
হিমবাহ... কে তার পাখির খাঁচায় চাষ করে জল ? 
সমুদ্রকে বার বার ধোঁয়াবালিশের পতন বলেই
 ঠাউরে নিচ্ছে চাঁদ যে কোন খুনেই 
পালিয়ে যাচ্ছে লাল, স্ট্রবেরীর ছায়া । 

২. 

পাতার আকাশ জুড়ে 
যে সব পাখি পুড়ে যাচ্ছে রতিসন্ধার হাওয়ায় 
নিষ্পত্র অ্যাকুরিয়াম কবেকার কাচ শিখে 
তুলে নেয় রোদের আওয়াজ এই বনভূমে, 
শেয়ালের পা থেকে যেসব নূপুর খসে গেছে
 কুমিরপাঠের আশায়... মিথমুগ্ধ জাম, গাছের আড়াল থেকে 
ছুঁড়ে দাও যেসব সত্য তার ভাঁজ খুলে 
অবনত হচ্ছে ডুমুর বোঁটার ড্রিবলিঙে

No comments:

Post a Comment