Sunday 19 October 2014

আকাশপ্রদীপের মাসের কবিতা ১

ফেনা
-হাসান রোবায়েত

১.

ঘ্রাণ কি জবার আয়ু 
তবে কেন প্রথম ধাতুর কাছে 
দাউদ দাউদ বলে হাহাকার 

সাধু মীন, এখনো নিয়ম করে 
ভেসে ওঠে রোববার 
বোতামভীতির কাছে রেলবন 
দূরে ডিগ্রি ডিগ্রি ব্রিজ 
ইকুয়াল  হাওয়া 

২.

গাছ ও পথের মাঝে কোনো শূন্যের খেলা নেই
যে-টুকু ফাঁকা 
সবখানি চিনে নেয় পা
কেউ কেউ দাঁড়ালেই 
কোমরে টান মারে সাবানের ফেনা
ফুলে ওঠা প্রচ্ছদ রপ্ত করে হাওয়া

No comments:

Post a Comment