Sunday 1 December 2013

অঘ্রাণের কবিতা ৩


শোকপ্রস্তাবের ভূমিকায়
-নীলাব্জ চক্রবর্তী



প্রতিটি ক্ষমা ও প্রতারণার মাঝে
ঈষৎ মায়াবী
একজন অল্টার ইগো
দাঁড়িয়ে             থাকেন

তাঁর ইনবক্সে আরও একটু রোদ্দুর

কাঁচের দুপাশে
যাক          আসুক
দুরকম আলো
তাদের একটাই হরফ ফুটে ওঠার সময়
দেওয়াল থেকে দেওয়ালে
ছায়ার সঅঅবটুকু
গিলে নিচ্ছে
আর
সারারাত             ওভারল্যাপ করছে

বরফের পোশাক-আশাক...

No comments:

Post a Comment