প্রিয় জিম করবেট......
-নীলাদ্রি বাগচী
১০।।
ভিতর বিসুখ
জানে অসুখের অন্য নাম গলি। শ্রুতির অতলে বসে দিবারাত্র জপে মিশে শান্তি ফিরে এলো
ভোরবেলা। ছদ্ম ক্ষোভে অনুত্তীর্ণ ঝুঁকে আছে বালতি ভরা জলে। ওপারে প্রখর ঋতু- খোলা
চুল, পোশাক বদল। মধ্যে কাঁপা মনিটরে ঈশ্বর স্বপ্নে পাওয়া সোনা। রিমোটের লাল সুতো
পলা ও কুণ্ডলে এক বিশেষণহীন। সাধারণ বিশেষ্যের অতি সাধারণ এই দোষত্রুটি করজোড় ঝুঁকে
যাবে ডানে। তাঁবুর জিনিসপত্রে হেঁটে আসা সতের মাইল ব্যর্থতা শিস দেবে ঋতুর বাতাসে।
দরজার মুখে কাঁটাঝোপ গুঁজে অবশেষে ঘুম যাবে, দীর্ঘরাত্রি শেষ করে শস্যহীন জমি
পাহারায়...
১১।।
নখ দাঁতের
নীতির জগতে পা বাড়ালো ভবিষ্যৎ
পরবর্তী বত্রিশ
বছর
আরও ভয়ঙ্করে
বুঝবে দৃঢ় হবে
সুদীর্ঘ রাত
পাহারায়
ধোঁয়াটে
লন্ঠনের আভা
মৃত ঘুরালের
মাংসে গ্রামে আস্থা রেশন জোগান
প্রায় ভগবান এই
মারটিন হেনরিকে
নিঃসঙ্গ পাইন
গাছে একাকী হেলানে ছেড়ে রেখে
বেড়ে উঠবে
কুমায়ুন
ঢেঁকিশাকে
রিংগালে আচ্ছাদিত নিবিড় সংকেতে
No comments:
Post a Comment