Sunday, 1 December 2013

অঘ্রাণের কবিতা ২



পর্যটন
-শৌভিক দে সরকার

প্রকারান্তরে একটি দরজা আর
    একটি মৃত রাস্তা

ভাষার দাহ্য পিঠ
বসন্ত আর লোল ডানা

প্রকারান্তরে ঐ দরজাটি ঘুরে যাচ্ছে শুধু
নৈঋত, অতিক্রান্ত বাতাস
শাদা হয়ে যাওয়া দারুপ্রতিমা
তাপপ্রবণ করাতের দাগ
লবণ আর নির্মম আঙুল

প্রকারান্তরে একটি যুদ্ধের পর
দরজাটি নেমে আসছে রাস্তায়

প্রস্তাবনা, চ্যুত অক্ষরের নির্ণয়ের দিকে
উড়ে যাচ্ছে ফেঁসে যাওয়া চৌকাঠ

No comments:

Post a Comment