Sunday 1 December 2013

অঘ্রাণের কবিতা ৫


হারভেস্টিং
-তন্ময় ধর



সাবানের গন্ধ মানে
ছায়ার ঠোঁট থেকে একটা পাখি শ্বাস নিচ্ছে

স্নানফল
আমের অন্ধত্ব

একটা নীল রঙ চুমুকে নিয়ে যাচ্ছে সকালের ইস্কুলে

টিফিন-টিফিন খেলা
    ভেঙে
দেবীর রোদ্দুর জমে যাচ্ছে সেফটিপিনে

এখানে আইসক্রিম ডাকলে হত

ভাঙা বরফে
একটু কেঁদে উঠত প্রেমের গল্পটা
    স্বপ্ন দেখে

হাজার হিমযুগের অপেক্ষায়,
 নাভিকুন্ডলে

 ভেঙে পড়া পুরুষ্টু খিদে...

No comments:

Post a Comment