Sunday 17 November 2013

হেমন্তের কবিতা ৫

বিশ্বাস বিক্রি করে 
       -তুহিন দাস

বিশ্বাস বিক্রি করে আমিও এ শহরে কতোদিন হলো 
থেকে গেছি, কোথাও আগুন লেগেছে – 
দুপুরকে স্তব্ধ করে ওই সারিবদ্ধ দমকলের যাওয়া দেখি, 
এম্বুলেন্স আর পানশালায় অবলীলায় ঠেসে যায় ঊনমানুষ, 
স্কুলবাস এখন নিজেকে টেনে নিয়ে যাচ্ছে ঠিক কোন্ স্বপ্নের দিকে
 আমি জানিনা, দশতলার অফিসের বাবুরা ফাইলের 
স্তূপের পাশে আমায় দয়া করে পাঁচ মিনিট বিষণ্ন থাকতে দিন, 
পিকনিকে গেলে এবার আমাকেও হারিয়ে যেতে হবে শান্ত জঙ্গলে, 
বহুকাল হলো কান্নায় বৃষ্টির মতো ভেঙে পড়ে না চোখ, 
রাতে নারী রাজহাঁস হয়ে বুকের পাশে শুয়ে থাকে –ভেবেছি
 এবারের শীতে আমি তার মাংস আরো বেশি করে খাবো


No comments:

Post a Comment