স্নান
-পায়েলী ধর
খুলে রাখো ঝঞ্ঝা ও ঝড়
রোদসেঁকা বেপথু পালক
আমাদের সব দরজারা
যুগপৎ নদী ও আগুন
শেকলের ধার মেপেজুকে
সেইখানে নিভে আসে স্বর
ডাকনাম তার জানি শোক
আহৃদয় আঁচড়ের দাগ
সমস্ত উপশমে লিখো
আকাশ : ধোঁয়াশা আর মিথ
দেখো চোখ প্রগলভ হবে
স্বাদু জল নোনারঙা হ্রদ
সে'রঙের বিশেষণ-আলো
অতলের মাটি খুঁড়ে রাখে
অসহায় জ্বরে পোড়ে বাড়ি
ঘুড়ির সুতোর মতো একা
এখনই তো অবসর ভেঙে
একঘর ঘড়ি ভিজে যাবে
হেরে যাই তবু লেগে থাকে
ঠোঁটে-ঠোঁটে মুক্তোচুমুক...
No comments:
Post a Comment