Sunday 16 June 2019

মেঘদূতের মাসের কবিতা ২

অমলতাস
             -পাপড়ি গুহ নিয়োগী



জারুল গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছি প্রথম তোমায়

সেদিন বেগুনী রঙের উৎসব ছিল আকাশে



আমাদের পরিচয়ের আগে ,মনে থাকার কথা না

       

তারপর কতবার আঙুল ডুবিয়ে জলের নিচে মুখ আঁকি

উবু হয়ে রোদ  ধুয়ে দেয় আশ্চর্য ভ্রমণ



প্রয়োজন ছিলনা তোমার হয় তো

যেমন আজোও নেই



এখন স্বপ্ন দেখি

বকুল৷ কৃষ্ণচূড়া। হিজল। অমলতাস পেরিয়ে

তোমার কাছে যাবার রাস্তাটা আসলে রেল লাইনের মত দীর্ঘ

No comments:

Post a Comment