Monday, 20 October 2014

আকাশপ্রদীপের মাসের কবিতা ৪

ক্রমাগত 
- বেবী সাউ

এই সন্ধ্যায় হাতজোড় করে কী চাও 
সমস্ত চাওয়া জুড়ে এত কোলাহল 
এত ক্ষুধামেশা চোখ 
                   জেনেও 
অদেখা পাথরে হাত পেতে থাকা মানায় না তোমায়

সন্ধ্যা আলোয় পুড়ে যাচ্ছে জমানো শ্লোক 
এতদিনের ক্ষুধার ক্ষেত্র 
নির্জন বীজ 

নোনা জল নামছে স্তন বেয়ে 
শ্বেত কনিকায় ধূসর গোধূলি 
মায়াকাজলের লোভ 

শেষ মৃত্যুর আগে ঠিক কতগুলো 
মৃত্যু উপত্যকা পেরোতে হয় 
          হবে , প্রিয়

No comments:

Post a Comment