Tuesday, 21 October 2014

আকাশপ্রদীপের মাসের কবিতা ৫

যা গড়িয়ে আসছে 
 -নীলাব্জ চক্রবর্তী



যা গড়িয়ে আসছে
তার নাম মরসুম রাখি আর দেখি
গোলাপি রেইনকোট জুড়ে
বড়ো হচ্ছে ওই দেওয়াল
তবু
মিছিল নিয়ে
কোনও কবিতাই লিখতে পারিনি
ফোঁটাগুলো ব্লাশ করছে দেখে
কবিতার শরীরের দিকে দ্বিধাহীন
ভাঙা অক্ষরগুলো ফের
জুড়ে যায় আর
একটা বৃত্তের কথা চলে আসে
রোদের আবছা ভেঙে
ছড়িয়ে
খুব পড়লো
সাদাকালো ঘুমের একটা দীর্ঘতর স্যুটকেস

No comments:

Post a Comment